পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর ৩০ আগস্ট: গত ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতার ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা দেন বিক্ষোভ কর্মসূচির। তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা অবস্থান বিক্ষোভে নামলেন।
উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদায়িত, কেশপুর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আশিফ ইকবাল ও কেশপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ মহব্বত হোসেন, কেশপুর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ ইনজামূল হক।
অবস্থান-বিক্ষোভের মূল উদ্দেশ্য হলো, ধর্ষণের মতো ঘটনা যাতে না ঘটে তার জন্য কেন্দ্র সরকারকে আইনে বদল আনতে হবে। যাতে আগামী দিনে কোনো মানুষ এই ধরনের ঘটনা ঘটাতে ভয় পায়।