Memorandum, Ghatal, ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সহ ছয় দফা দাবিতে সেচমন্ত্রীকে স্মারকলিপি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ আগস্ট: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার তেরটি ব্লকের স্থায়ী বন্যা নিয়ন্ত্রনের প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শীলাবতী নদী এলাকায় অবিলম্বে কাজ শুরুর দাবিতে আজ রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের নবনিযুক্ত মন্ত্রী মানস ভুঁইঞার সাথে কলকাতার জলসম্পদ ভবনে দেখা করে ছ’দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেয় ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। কমিটির পক্ষ থেকে ছ’জনের এক প্রতিনিধি দল মন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেন।

প্রতিনিধি দলে ছিলেন, কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, কার্যকরী সভাপতি সত্য সাধন চক্রবর্তী, অফিস সম্পাদক কানাই লাল পাখিরা, জগদীশ মন্ডল অধিকারী, জগন্নাথ বেরা, প্রশান্ত সামন্ত প্রমুখ। দাবিগুলির মধ্যে অন্যতম হল-নদীর চরে থাকা বেআইনী কাঠামো অপসারণ, শীলাবতীর জলের চাপ কমাতে চন্দ্রেশ্বর খালকে শীলাবতীর সাথে এবং শীলাবতীর বাছরাকুন্ডু থেকে কংসাবতীর সামাট পর্যন্ত নতুন খাল খনন করে কংসাবতীর সাথে সংযোগ, মাস্টার প্ল্যানের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তদারকি কমিটি গঠন প্রভৃতি।

মন্ত্রী দাবির যৌক্তিকতা স্বীকার করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। উনি বলেন, ইতিমধ্যে মাস্টার প্ল্যানের যে কাজগুলি আমরা করতে চাই, সে ব্যাপারে সার্ভে চলছে। দপ্তর দ্রুত এস্টিমেট জমা দিলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণবাবু বলেন, মুখ্যমন্ত্রী ২০২৫ সালে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের কাজ শুরু করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা চাই মন্ত্রী মানস ভুইঞার তত্ত্বাবধানে বর্ষার পরই কাজ শুরু করে দ্রুত তা রূপায়ণ করা হোক।পাশাপাশি দুই জেলার বন্যা নিয়ন্ত্রণ সহ দীর্ঘদিন মজে থাকা সোয়াদিঘি, দেহাটী প্রভৃতি নিকাশি খালগুলির পূর্ণ সংস্কারেও মন্ত্রী যাতে উদ্যোগী হন, সে ব্যাপারেও দাবি জানানো হয়েছে।

এছাড়াও শীলাবতী নদীর উপর সাহেবঘাটে এবং রূপনারায়ণ নদীর উপরে বন্দর এলাকায় কংক্রিটের ব্রিজ নির্মাণ সহ পূর্ব মেদিনীপুর জেলার কেলেঘাই নদীর নিম্নাংশ লাঙলকাটা থেকে ঢেউভাঙা পর্যন্ত অংশ ও সোয়াদিঘি, দেহাটী প্রভৃতি নিকাশী খালগুলি পূর্ণ সংস্কারের দাবিতেও পৃথকভাবে স্মারকলিপি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *