ফ্লাইওভারের দাবিতে গণঅবস্থান

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর:
ফ্লাইওভারের দাবিতে বুধবার গণ অবস্থানে বসলেন বেলদা হাওড়া লোকাল বাঁচাও ও যাত্রী সুরক্ষা কমিটির সদস্যরা। বেলদা বাজার মোড় থেকে কেশিয়াড়ি যাওয়ার রাজ্য সড়কের ওপরে যে রেলগেট রয়েছে তার ওপরে একটি ফ্লাইওভার করার দাবিতে এদিনের এই গণঅবস্থান। যাত্রী সুরক্ষা কমিটির দাবি, বেলদা সহ আশপাশের অঞ্চলের কয়েক হাজার মানুষের আপৎকালীন পরিষেবার জন্য বেলদাতে যে গ্রামীণ হাসপাতাল রয়েছে আর কিছুদিনের মধ্যেই তা সুপার স্পেশালিটি হাসপাতাল হতে চলেছে।

বেলদার পশ্চিম দিকে খড়্গপুর ও পূর্বে ওড়িশা যাওয়ার ষাট নম্বর জাতীয় সড়কে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। সেইসব দুর্ঘটনা গ্রস্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বেলদা গ্রামীণ হাসপাতলে। কিন্তু বেলদা কেশিয়াড়ি মোড়ের রেলগেটটি রেল চলাচলের জন্য প্রায় সময় বন্ধ থাকে। এজন্য দুর্ঘটনাগ্রস্ত রোগীদের দ্রুত হাসপাতলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। এছাড়াও এলাকার মুমূর্ষু রোগী ও গর্ভবতী মায়েদেরকেও নিয়ে যাবার সময় একই সমস্যায় পড়তে হয়। স্কুলের সময় ছাত্রছাত্রী এবং শিক্ষকেরাও ওই গেটে দীর্ঘ সময় আটকে থাকেন। ফলে সঠিক সময়ে স্কুল ও অফিসে পৌঁছাতে পারেন না তারা। তাই বহুবার এই রেলগেটের ওপরে একটি ফ্লাইওভার তৈরীর দাবি জানিয়ে এসেছেন এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। কিন্তু রেল বিভাগ কোনও পদক্ষেপ না করায় বুধবার বেলদা হাওড়া লোকাল বাঁচাও ও যাত্রী সুরক্ষা কমিটির পক্ষ থেকে পুনরায়  সেই দাবি তুলে গণ-অবস্থান কর্মসূচি নেওয়া হয়। কমিটির দাবি, যে পরিমাণ লোকের প্রতিনিয়ত যাতায়াতের ওপর নির্ভর করে এ ধরনের ওভারব্রিজ গড়ে তোলা হয়, সেই সংখ্যা অনেক আগেই পেরিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *