আমাদের ভারত, দিঘা, ১১ ডিসেম্বর: সৈকত নগরী দিঘাতে দুদিনের বাংলা বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই চারটি মৌ চুক্তি স্বাক্ষর হল। উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী অনুষ্ঠানিক উদ্বোধন করলেন তাজপুর সমুদ্র বন্দরের সাইট অফিসের। আজ দিঘার কনভেনশন সেন্টারে বিজনেস কনক্লেভের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কুড়িটি বিভিন্ন দেশের প্রতিনিধি এবং শিল্পপতিদের উপস্থিতিতে আজ এই বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে চারটি মৌ স্বাক্ষরিত হয়।
মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, দিঘা পাল্টে গিয়েছে। তিনি শিল্পপতিদের বিনিয়োগ করার আহ্বান জানান। এছাড়াও তিনি বলেন, পশ্চিমবঙ্গে শিল্পের পরিকাঠামো পুরোপুরি তৈরি যে কোনো জায়গাতেই শিল্পপতিরা বিনিয়োগ করতে পারেন। তিনি আরো জানান, দিঘাতে পাঁচতারা হোটেল নির্মাণের পরিকল্পনা করেছেন বিশিষ্ট শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া। এই মঞ্চ থেকেই তিনি তাজপুরে সমুদ্রবন্দরের সাইট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রথম মৌ চুক্তিটি স্বাক্ষরিত হয় ইউনাইটেড নেশনস এবং পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশনের মধ্যে। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বন্টন দপ্তরের সঙ্গে জার্মানির একটি ব্যাঙ্কেরও মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের পরে দিঘার যাত্রানালায় আগত শিল্প প্রতিনিধিদের জন্য একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুদিন ধরে চলা এই বাণিজ্য সম্মেলনের শেষ হবে আগামীকাল।