Deputation, Ghatal, বর্ষার পরে শীলাবতী নদীর নিম্নাংশ সংস্কারের কাজ শুরু ও বানভাসিদের ত্রাণ দেওয়ার দাবি, ঘাটাল বিডিও অফিসে বিক্ষোভ ডেপুটেশন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: বর্ষার পরেই ঘাটাল মাস্টার প্ল্যানের অন্তর্গত শীলাবতী নদীর নিম্নাংশ সংস্কারের কাজ শুরু। ঘাটালের বানভাসি সমস্ত পরিবারকে বেঁচে থাকার মত ত্রাণ দেওয়ার দাবিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির ডাকে আজ দুপুরে ঘাটাল বিডিও অফিসে বানভাসি মানুষজন বিক্ষোভ ও ডেপুটেশনে সামিল হন। কর্মসূচিতে নেতৃত্ব দেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, দেবাশীষ মাইতি, কার্যকরী সভাপতি সত্য সাধন চক্রবর্তী, অফিস সম্পাদক কানাইলাল পাখিরা প্রমুখ। বিডিও অফিসের গেটে প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ দেখানোর পর বানভাসিরা যুগ্ম বিডিওকে ৫ দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি তুলে দেন।

বিক্ষোভ সভায় নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন, কেন্দ্র ও রাজ্য সরকারের টালবাহানার কারণে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত না হওয়ায় প্রতি বছরের মতো এ বছরও ঘাটালের বিস্তীর্ণ এলাকা বিধ্বংসী বন্যার কবলে। অথচ কেন্দ্র ও রাজ্য সরকার মাস্টার প্ল্যান নিয়ে পরস্পর পরস্পরকে দোষারোপ করে চলেছে। সাম্প্রতিক বন্যায় শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে মহিলা, শিশু, গবাদি পশু নিয়ে অন্যত্র বসবাস করতে বাধ্য হচ্ছেন। এলাকায় বাড়ছে সাপের উপদ্রব। সরকারি ত্রাণ মানুষের প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। সমস্ত রকম চাষের ফসল ও ঘরবাড়ি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার প্রায় ১৫ দিন পার হলেও এখনো জনজীবন স্বাভাবিক হয়নি। আবার নিম্নচাপের ভ্রুকুটিতে গতকাল থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। ফলস্বরূপ পুনরায় বন্যার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *