Sukanta, BJP, সুকমায় ‘সফল সংঘর্ষ’ বিদ্রোহ নির্মূলে আমাদের অঙ্গীকারের প্রমাণ, দাবি সুকান্তর

আমাদের ভারত, ২৯ মার্চ: সুকমায় ‘সফল সংঘর্ষ’ বিদ্রোহ নির্মূলে আমাদের অঙ্গীকারের প্রমাণ বলে দাবি করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার।

শনিবার দুপুরে তিনি এক্সবার্তায় লিখেছেন, “ছত্তিশগড়ের সুকমায় আজকের সফল সংঘর্ষ, যেখানে ১৬ জন মাওবাদীকে নিষ্ক্রিয় করা হয়েছে, সন্ত্রাসবাদ ও বিদ্রোহ নির্মূলে আমাদের অঙ্গীকারের প্রমাণ। আমাদের নিরাপত্তা বাহিনীর নিরলস প্রচেষ্টা আমাদের মাওবাদীমুক্ত ভারত আন্দোলনের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। শান্তি, অগ্রগতি এবং নিরাপত্তার জন্য আমরা ঐক্যবদ্ধ।”

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে সিআরপিএফ, ডিস্ট্রিক্ট রিজার্রভ গার্ড (ডিআরজি) এবং পুলিশের যৌথবাহিনী সুকমা-দান্তেওয়াড়া জেলার সীমানায় উপমপল্লি, কেরলাপাল এলাকায় জঙ্গল ঘিরে ফেলে। সেখানে আশ্রয় নিয়েছিলেন মাওবাদীদের এক দল সদস্য। পুরো এলাকায় ঘিরে ফেলে তল্লাশি চালায় বাহিনী। গুলির লড়াইয়ে নিহত হন অন্ততপক্ষে ১৬ জন মাওবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *