প্রয়াত বিশিষ্ট প্রাক্তন আইনজীবী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখার্জি

আমাদের ভারত, কলকাতা, ৩ মার্চ: সত্যব্রত মুখার্জি, ঘনিষ্ঠমহলে পরিচিত জলু দা হিসাবে, শুক্রবার সকালে কলকাতার বাড়িতে মারা গেলেন।

সত্যব্রত মুখার্জি একজন বিশিষ্ট আইনজীবী ও রাজ্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, কৃষ্ণনগরের প্রাক্তন বিজেপি সাংসদ এবং বাজপেয়ী সরকারের আমলে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। বয়স হয়েছিল ৯০ বছর।

অবিভক্ত বাংলার সিলেটে তিনি জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা সম্পন্ন করে লন্ডনে ব্যারিস্টারি পড়তে যান। লিংকনস ইন থেকে বার-এট-ল ডিগ্রি লাভ করেন। রাজনীতিতে সক্রিয় ভাবে প্রবেশের আগে তিনি ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন।

সত্যব্রত মুখার্জি ভারতীয় জনতা পার্টির হয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে ১৯৯৯ সালে নির্বাচিত হন। ২০০০ সালে অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় ভারত সরকাররের রাসায়নিক ও সার মন্ত্রী এবং পরে শিল্প ও বাণিজ্য মন্ত্রী হন। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) প্রার্থী জ্যোতির্ময়ী সিকদারের কাছে পরাজিত হওয়ার পরে তিনি রাজ্য বিজেপির সভাপতি হন ২০০৮ সালে। ২০০৯ সালের পর তিনি সক্রিয় রাজনীতি থেকে ক্রমশ দূরে চলে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *