আগামী ১০ই মার্চ ছাত্র ধর্মঘট সফলের লক্ষ্যে মেদিনীপুরে মিছিল এআইডিএসও’র

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ মার্চ: রাজ্যে ৮২০৭ সরকারি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্কুল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল এবং সমস্ত শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবিতে আগামী ১০ই মার্চ ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। সেই ধর্মঘটের প্রচারে আজ সারা মেদিনীপুর জুড়ে মিছিল করে ধর্মঘটেকে সফল করার আহ্বান জানায়।

মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর (উত্তর) সাংগঠনিক জেলার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড রনিতা পড়িয়া, তাপস জানা, তন্ময় মাইতি। মিছিলের শেষে তাপস জানা বক্তব্যের মাধ্যমে ছাত্রছাত্রীদের আহ্বান জানান— ‘সারা জীবনের মতো সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়ার চক্রান্তকে রুখে দিতে একদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে ধর্মঘট সফল করুন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *