শ্রমিক মালিক বিরোধের জেরে বন্ধ হল কামারহাটি জুটমিলের উৎপাদন, কর্মহীন ২৫০০ শ্রমিক

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৬ জানুয়ারি: শ্রমিক মালিক অসন্তোষের জেরে বন্ধ হল উত্তর ২৪ পরগনার কামারহাটি জুট মিল। কর্মহীন হলেন অন্তত ২৫০০ জন শ্রমিক। প্রজাতন্ত্র দিবসের আগের রাত থেকেই বন্ধ হয়ে গেল এই কারখানার উৎপাদন।

কারখানার ভেতরে গত ২৪ শে জানুয়ারি গণ্ডগোল হয়। সেই ঘটনায় ৩ জন শ্রমিককে সাসপেন্ড করে ম্যানেজমেন্ট। তবে অন্যান্য শ্রমিকরা ওই শ্রমিকদের কাজে পুনর্বহাল করতে হবে বলে দাবি জানাতে থাকে। এই ঘটনায় কারখানায় কাজের পরিবেশ নেই বলে জানিয়ে দেয় জুটমিল কর্তৃপক্ষ। ম্যানেজমেন্টের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, যে তিনজন শ্রমিককে সাসপেন্ড করা হয়েছে তারা ম্যানেজমেন্টের এক স্টাফকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তাই ওই তিনজনকে কাজে পুনর্বহাল করা যাবে না। ওই স্টাফ আশঙ্কাজনক অবস্থায় ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি আছে। মারধরের ঘটনায় ওই তিন অভিযুক্ত শ্রমিকদের বাদ দিয়ে ম্যানেজমেন্ট কারখানা চালাতে চাইলেও শ্রমিকরা জানিয়ে দেয় ওই তিনজনকে কাজে পুনর্বহাল না করলে কেউ কাজে যোগ দেবে না।

প্রজাতন্ত্র দিবসের আগের রাতে শ্রমিকরা উৎপাদন বন্ধ করে কারখানার বাইরে বেরিয়ে আসে। ফলে বন্ধ হয়ে যায় কামারহাটি জুটমিলের উৎপাদন। এই জুটমিলের বি এম আর সি শ্রমিক সংগঠনের নেতা জাকির হোসেন বলেন, “আমরা চেষ্টা করছি দ্রুত যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এখনো জটিলতা কাটেনি। জটিলতা থাকায় কাজ হারালেন প্রায় ২৫০০ জন শ্রমিক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *