সাথী দাস, পুরুলিয়া, ২৪ ডিসেম্বর: করোনা মুক্ত পৃথিবী ও বিশ্ব শান্তির বার্তা নিয়ে পুরুলিয়ার ঝালদায় শোভাযাত্রা করলেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। আজ সন্ধ্যেই ঝালদার বিরসা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত হাতে মোমবাতি নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন মহিলা ও শিশুরাও।
বড়দিন উপলক্ষ্যে ‘ঝালদা পিস’ নামে একটি সংস্থার উদোগ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে দেখা গিয়েছে, বিশ্ব শান্তির বার্তা নিয়ে সান্তা ক্লজকেও। শিশু থেকে মহিলা সবার হাতে ছিল প্রজ্বলিত মোমবাতি।
উদ্যোক্তাদের মধ্যে দুর্যোধন নায়ক জানান, “কাল বড়দিন তাই, ঈশ্বরের কাছে বিশেষ প্রার্থনা করি সামনের নতুন বৎসর সকলের ভালো কাটুক। এক নতুন আলো নিয়ে আসুক নতুন বছর। করোনা মুক্ত ও বিশ্ব শান্তির জন্য সকলের মঙ্গল কামনা করি। “