শিক্ষামন্ত্রীর কথামত জুন মাসে উচ্চমাধ্যমিক ও একাদশের সূচি ঘোষণা পর্ষদের

রাজেন রায়, কলকাতা, ২৪ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীর ঘোষণা ২৪ ঘন্টার মধ্যেই উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, ২০২১ সালের উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষা ১৫ জুন থেকে শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত। সকাল ১০টা থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত হবে উচ্চমাধ্যমিক আর দুপুর ২টো থেকে বিকেল ৫টা
১৫ মিনিট পর্যন্ত হবে একাদশ শ্রেণির পরীক্ষা।

১৫ জুন- প্রথম ভাষা (বাংলা, হিন্দি, নেপালি, ইংরেজি, উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি, পাঞ্জাবি)

১৭ জুন-দ্বিতীয় ভাষা (ইংরেজি, হিন্দি, বাংলা, নেপালি, অলটারনেটিভ ইংরেজি)

১৮ জুন- ভোকেশনাল বিষয়

১৯ জুন- বায়োলজি, বিজনেস স্টাডি, রাষ্ট্রবিজ্ঞান

২১ জুন-অঙ্ক, সাইকোলজি, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস

২২ জুন- কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইভিএস, শারীর শিক্ষা, মিউজিক, ভিজুয়াল আর্টস

২৪ জুন- ফিলোজফি, সোসিওলজি, কর্মাসিয়াল ল ও প্রিলিমিনারি অডিট

২৬ জুন- পদার্থবিদ্যা, পুষ্টিবিজ্ঞান, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি

২৮ জুন- রসায়ন, সাংবাদিকতা, অর্থনীতি, সংস্কৃত, পার্সি, আরবী ও ফরাসি

৩০ জুন- স্ট্যাটেস্টিক, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট।

একইসঙ্গে একাদশ শ্রেণির পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই সিলেবাসের বোঝা বেশ কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। তাই এখন থেকে প্রস্তুতি শুরু করলে আগামী বছর জুনে পরীক্ষা হলে পরীক্ষার্থীদের সমস্যা হওয়ার কথা নয় বলে দাবি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *