স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৫ জুন:
অবশেষে সব জটিলতা কাটিয়ে শনিবার থেকে উত্তর দিনাজপুর জেলায় চালু হচ্ছে বেসরকারি বাস পরিষেবা। শুক্রবার সকাল থেকেই মাইকিংয়ের মাধ্যমে একথা প্রচার করা শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা মোটর ওনার্স অ্যাসোসিয়েশন। বাসে চাপতে গেলে কি কি বিধিনিষেধ মেনে চলতে হবে বা কি কি সতর্কতা অবলম্বন করতে হবে তাও প্রচার চালাচ্ছেন বাস মালিকদের সংগঠন। প্রায় তিনমাস বেসরকারি বাস পরিষেবা বন্ধ থাকার পর তা চালু হওয়ার ঘোষনায় খুশী পরিবহন কর্মীরা। বেসরকারি বাস পরিষেবা চালু করতে বদ্ধপরিকর ছিলেন জেলার তৃণমূল পরিবহন শ্রমিক সংগঠনও। স্বাভাবিকভাবে খুশী তারাও।
জেলা প্রশাসনের সাথে বৈঠকের পর অন্যান্য দাবিগুলো বজায় রেখে ভাড়া বৃদ্ধির দাবিকে আপাতত স্থগিত রেখে জেলার মানুষকে পরিষেবা দিতে আগামী শনিবার থেকে উত্তর দিনাজপুর জেলায় বেসরকারি বাস পরিষেবা চালু করতে চলেছে উত্তর দিনাজপুর বাস মোটর ওনার্স অ্যাসোসিয়েশন। উত্তর দিনাজপুর জেলা বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্লাবন কুমার প্রামানিক জানিয়েছেন, সাধারণ মানুষকে বেসরকারি বাস পরিষেবা দিতে সরকারের সিদ্ধান্তকে মেনে নিয়ে আমরা আগামী ৬ জুন শনিবার থেকে বাস রাস্তায় নামাচ্ছি। তবে এই বাস চলার ক্ষেত্রে যাত্রী সাধারণের জন্য বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। যার মধ্যে থাকছে আসন অনুযায়ী থাকবে বাসের যাত্রী সংখ্যা, প্রতিটি যাত্রীকে মাস্ক ও স্যানিটাইজার ব্যাবহার করা বাধ্যতামূলক, এই মুহুর্তে কোনও ডেইলি প্যাসেঞ্জার বা ছাত্রছাত্রীদের ভাড়ায় ছাড় দেওয়া হবে না। তবে প্রশাসনের নির্দেশ মেনে পুরোনো ভাড়াতেই বাস চালাবেন বাস মালিকেরা। লকডাউনের পরে জেলায় প্রথম বেসরকারি বাস পরিষেবা চালু করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলাবাসী।