সাথী দাস, পুরুলিয়া, ৫ জুন: এবারের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন যেন আরও বেশি কাঙ্খিত করে তুলেছে পুরুলিয়াবাসীকে। প্রকৃতিকে বাঁচিয়ে রাখার তাগিদে করোনা আবহে জাগিয়ে তুলল ভৌগোলিকভাবে দাক্ষিণাত্য মালভূমির অন্তর্গত এই প্রান্তিক জেলাকে। তাই, এই বিশেষ দিনটিতে সকাল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান, পুলিশ, খুদে স্কুলপড়ুয়া এমনকি রাজনৈতিকভাবেও বৃক্ষরোপণ করা হয়। শুধু বৃক্ষরোপণ নয় যাতে কিশলয় থেকে একদিন মহীরূহ হয়ে উঠে ওই চারা তার জন্য রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয় শুরু থেকে। স্কুল পড়ুয়ারা সামাজিক দূরত্ব বজায় রেখে, মুখে মাস্ক লাগিয়ে রং তুলিতে সাদা ক্যানভাসে ফুটিয়ে তোলে দূষণমুক্ত বসুন্ধরার ছবি।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাটির সৃষ্টি প্রকল্পের কাজ এই জেলায় চলছে পুরোদমে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ শুরু হয় সব মাটির সৃষ্টি প্রকল্পে। আগামী ২০ দিনে ১ লক্ষ ৮০ হাজার গাছ এই জেলায় লাগানো হবে বলে লক্ষ্য মাত্রা স্থির করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।