আমাদের ভারত, ২৬ অক্টোবর: বৃহস্পতিবার এশিয়া প্যারা গেমসে ভারতীয় পদকজয়ীদের অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক্স হ্যাণ্ডেলে তিনি লিখেছেন, “প্যারা ব্যাডমিন্টন মহিলাদের একক এসএইচ৬ ইভেন্টে ব্রোঞ্জ পদক জেতার জন্য প্যারা শাটলার নিত্যশ্রী শ্রবনকে অভিনন্দন৷ তাঁর অটল সংকল্প এবং ব্যতিক্রমী দক্ষতা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা।
এশিয়ান প্যারা গেমসে মহিলাদের শট পুট-এফ থার্টিফোর ইভেন্টে রৌপ্য পদক জয়ের জন্য ভাগ্যশ্রী মাধবরাও যাদবকে অভিনন্দন৷ তাঁর আগামী প্রচেষ্টার জন্য শুভকামনা করেন।
আমাদের প্যারা শুটার সিদ্ধার্থবাবুকে অভিনন্দন মিক্সড ৫০ মিটার রাইফেলস প্রোন এসএইচ-১ ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য! এই স্বর্ণ তাঁর নির্ভুলতা, ফোকাস, ব্যতিক্রমী প্রতিভা এবং নিরলস চেতনার প্রমাণ। ভারত উচ্ছ্বসিত।
আদিল মোহাম্মদ নাজির আনসারি এবং নবীন দালালকে তিরন্দাজির পুরুষ দ্বৈত – ডব্লু ওয়ান ইভেন্টে তাঁদের দুর্দান্ত ব্রোঞ্জ জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। তাঁদের নির্ভুলতা, দলগত কাজ এবং অটল দৃঢ়তা আমাদের জাতির জন্য সম্মান বয়ে এনেছে। তাঁরা সবসময় উচ্চ লক্ষ্য রাখতে পারে। ভারত এই অসামান্য কৃতিত্বকে অত্যন্ত গর্বের সাথে উদযাপন করে৷
এশিয়ান প্যারা গেমসে পুরুষদের ব্যাডমিন্টন একক এসএল-৪-এ তাঁর ব্যতিক্রমী পারফরম্যান্সের জন্য সুকান্ত কদমকে অভিনন্দন। তাঁর দক্ষতা, দৃঢ়তা ও নিরলস মনোভাব জাতিকে গর্বিত করেছে। এই ব্রোঞ্জ পদক তাঁর কঠোর পরিশ্রম এবং উত্সর্গের একটি উজ্জ্বল প্রমাণ।
ইভেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য অনেক অভিনন্দন। আপনার ভবিষ্যতের প্রচেষ্টার জন্য শুভ কামনা।
এশিয়ান প্যারা গেমসে পুরুষদের শট পুট-এফ৪৬ ইভেন্টে শচীন সাজেরাও খিলারি ভারতের জন্য দুর্দান্ত সোনা এনেছেন! এই অসাধারণ জয়ের জন্য শচীনকে অনেক অভিনন্দন। তাঁর নিষ্ঠা এবং শক্তি উজ্জ্বল হয়েছে।
পুরুষদের ১০০ মিটার টি-৩৭ ইভেন্টে ব্রোঞ্জ জেতার জন্য শ্রেয়াংশ ত্রিবেদীকে আন্তরিক অভিনন্দন৷ এটি একটি চমৎকার কৃতিত্ব! নতুন দিগন্তের দিকে ছুটে চলুন তিনি।
এশিয়ান প্যারা গেমসে তাঁর দ্বিতীয় পদক জেতার জন্য নারায়ণ ঠাকুরকে অভিনন্দন। পুরুষদের ১০০ মিটার ৩৫ ইভেন্টে এই ব্রোঞ্জ তাঁর অবিশ্বাস্য প্রতিভা এবং শ্রেষ্ঠত্বের প্রতি অটল অঙ্গীকারের প্রমাণ।”