আমাদের ভারত, নদীয়া, ২৬ অক্টোবর: বিজেপি নেতাকে পিটিয়ে খুন। বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ালো নদীয়ার শান্তিপুর থানার বড় জিয়াকুর আরপাড়ায়।
সূত্রের খবর, শান্তিপুর থানার আরবান্দি ২নং পঞ্চায়েতের বড় জিয়াকুর আরপাড়ায় বুধবার রাতে দুর্গা প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা বের হয়। সেই সময় একটি বারোয়ারী শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন আরবান্দি দুই এর ১৭ নম্বর বুথের বিজেপির সহ সভাপতি অধীর সরকার, বয়স আনুমানিক ৬০ বছর। অভিযোগ, শোভাযাত্রা চলাকালীনই ওই বিজেপি নেতার ওপর লাঠি বাঁশ দিয়ে হামলা চালায় কিছু দুষ্কৃতী। ব্যাপক মারধরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই বিজেপি নেতার।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। গোটা বিষয়ে তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে বিজেপি। তাদের দাবি, উদেশ্য প্রণোদিত ভাবে ওই বিজেপি নেতাকে খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে বড় জিয়াকুর আরপাড়া এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে শান্তিপুর থানার পুলিশ।