Modi, BJP, তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন, কোথায় কবে শপথ নেবেন মোদী, সব পরিকল্পনাই সারা বিজেপির

আমাদের ভারত, ৩০ জুন: আগামী ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশ হবে। বিজেপি নিশ্চিত যে তারাই সরকার গঠন করবে। নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় ফিরবে এবং প্রধানমন্ত্রী হবেন। আর সেই ইতিবাচক ভাবনা থেকেই নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের পুরো পরিকল্পনাও সেরে ফেলেছে পদ্ম শিবির বলে সূত্রের খবর। কবে কোথায় প্রধানমন্ত্রী শপথ নেবেন সেটাও ঠিক হয়ে গেছে বলে শোনা যাচ্ছে।

২০১৪ এবং ২০১৯ সালে নির্বাচনে জেতার পর রাষ্ট্রপতি ভবনের সামনে যে বাগান বা উঠোন সেখানেই প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু এবার আর তেমনটা হবে না বলেই শোনা যাচ্ছে। রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত কর্তব্য পথে খোলা মঞ্চ তৈরি করা হবে। সেখানেই শপথ নেবেন নরেন্দ্র মোদী। ৯ জুন এই শপথ গ্রহণ অনুষ্ঠান করার কথা ভাবা হয়েছে বলে সূত্রের খবর।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ২০২২ সালের রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত সড়ক পথের নাম রাজপথ থেকে বদলে কর্তব্যপথ করেছিলেন নরেন্দ্র মোদী নিজেই। ২০১৪ সালের প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদী শপথ নিয়েছিলেন ২৬ মে।

দ্বিতীয় বার অর্থাৎ ২০১৯ সালের ৩০ মে হয়েছিল তার শপথ গ্রহণ। কিন্তু এবার প্রায় দেড় মাস ধরে লোকসভা নির্বাচন চলছে। গোটা মে মাসজুড়ে ভোট হয়েছে। ভোট শেষ হবার পর ফল প্রকাশ হবে ৪ জুন। সেই সব বিষয়কে মাথায় রেখেই জুন মাসের দ্বিতীয় সপ্তাহে শুরুর দিকে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান করতে চাইছে বিজেপি।

৪ তারিখে জয়ের ব্যাপারে বিজেপি যে যথেষ্ট আত্মবিশ্বাসী তা বলতে দ্বিধা নেই কারোরই। যদিও বিরোধী শিবির দাবি করছে, বিজেপির জন্য এটা শেষ নির্বাচন। সেটা তারা বুঝতে পারছে না। তৃণমূল, সিপিএম, কংগ্রেস প্রত্যেকেই দাবি করেছে, ২০০ কম আসন পাবে বিজেপি, এবং ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট। নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ১৯০ থেকে ১৯৫টি আসন পাবে বিজেপি। অন্যদিকে ৩১৫- এরও বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে বিরোধী জোট। কার ভবিষ্যৎ বাণী মিলে যায় সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *