PM, dedicates, IIT Kharagapur, আইআইটি খড়্গপুরের পরিকাঠামো উন্নয়ন প্রকল্পগুলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীর উদ্দেশ্যে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জম্মু থেকে আইআইটি খড়্গপুরের পরিকাঠামো উন্নয়ন প্রকল্পগুলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীর উদ্দেশ্যে উৎসর্গ করলেন। আইআইটি খড়্গপুরে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড: সুভাষ সরকার। তিনি বলেন, উচ্চশিক্ষার উন্নয়নের জন্য আজ প্রধানমন্ত্রী কেবলমাত্র পশ্চিমবঙ্গে ৪৩২ কোটি টাকার পাঁচটি প্রকল্প উৎসর্গ করেছেন। এরমধ্যে আইআইটি খড়্গপুরের ২২৪ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত তিনটি ছাত্রাবাস এবং একটি গবেষণা কার্যালয় অন্যতম। এছাড়াও এনআইটি দুর্গাপুরের ৯৬ কোটি ২২ লক্ষ টাকার প্রকল্প ও রাজ্যের কৃষ্ণনগর, নাগরাকাটা ও কোচবিহারের তিনটি কেন্দ্রীয় বিদ্যালয় আজ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে উৎসর্গ করলেন।

আইআইটি খড়্গপুরের, পরিকাঠামো উন্নয়ন প্রকল্পগুলির মধ্যে রয়েছে, “সাবিত্রী বাই ফুলে, হল অফ রেসিডেন্স নামে দুটি গার্লস হোস্টেল” (প্রতিটি ৫০০ ধারণক্ষমতা সম্পন্ন); “অটল বিহারী বাজপেয়ী হল অফ রেসিডেন্স” (৫০০ ধারণক্ষমতা) নামে একটি বয়েজ হোস্টেল এবং আইআইটি খড়্গপুরের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি অ্যানেক্স বিল্ডিং অন্যতম। পাশাপাশি আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে সাম্প্রতিক সন্দেশখালির ঘটনার পরিপ্রেক্ষিতে সুভাষবাবু জানান যে, রাজ্যের এখন যা অবস্থা তাতে বাংলার মানুষের দাবি রাষ্ট্রপতি শাসন। আমি বাংলার মানুষ হয়ে তাদের এই দাবিকে সমর্থন করছি।

One thought on “PM, dedicates, IIT Kharagapur, আইআইটি খড়্গপুরের পরিকাঠামো উন্নয়ন প্রকল্পগুলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীর উদ্দেশ্যে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী

  1. Pingback: Prime Minister Shri Narendra Modi dedicated infrastructural development projects worth Rs. 230 crores to IIT Kharagpur virtually | The KGP Chronicle

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *