আশিস মণ্ডল, রামপুরহাট, ২১ ফেব্রিয়ারি: দুর্ঘটনা কমাতে রামপুরহাট- তারাপীঠ রাস্তায় দেওয়া হয়েছে অজস্র বাম্পার। সেই বাম্পারই কেড়ে নিল তারাপীঠ মন্দিরের সেবাইতের প্রাণ। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার বড়শাল মোড়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সোমনাথ মুখোপাধ্যায় (৪০) ওরফে সাহেব। বাড়ি তারাপীঠের পান্ডা পাড়ায়। দুই ভাইয়ের মধ্যে সাহেব ছোট। বৃহস্পতিবার রাত ১০টার পর রামপুরহাট থেকে মোটর বাইকে বাড়ি ফিরছিলেন সাহেব। বড়শাল মোড়ে হনুমান মন্দিরের কাছে অন্ধকারে বাম্পার লক্ষ্য করতে পারেনিন সাহেব। ফলে দ্রুত গতিতে গাড়ি বাম্পারের উপর উঠতেই নিয়ন্ত্রণে রাখতে পারেননি সাহেব। ফলে মোটরবাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। মাথায় গুরুতর আঘাত লাগে। প্রচুর রক্তক্ষরণ হয়।
খবর পেয়ে দমকলের গাড়ি তাকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তারাপীঠে শোকের ছায়া নেমে এসেছে সেবাইতদের মধ্যে।