president, odisha-day, ওড়িশা দিবসে জনগণকে উষ্ণ শুভেচ্ছা রাষ্ট্রপতি মুর্মুর

আমাদের ভারত, ১ এপ্রিল: উৎকল দিবসে জনগণকে উষ্ণ শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার তিনি এক্স হ্যান্ডলে এ ব্যাপারে বার্তা দিয়েছেন।

তিনি লিখেছেন, “ওড়িশা তার বিশাল প্রাকৃতিক সম্পদ এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত। এই রাজ্যের সহনশীল মানুষ ওড়িশা ও দেশের উন্নয়নে মহান অবদান রেখেছে। ওড়িশা শতাব্দীর পর শতাব্দী ধরে অনেক ব্যক্তিত্ব তৈরি করেছে, যাঁদের মধ্যে রয়েছে আধুনিক ভারতের বেশ কিছু নির্মাতা। ভগবান জগন্নাথ রাজ্য এবং এর জনগণকে আরও সাফল্য এবং সমৃদ্ধির আশীর্বাদ করুন।”

১৫৬৮ সালে শেষ রাজা মুকুন্দ দেবের পরাজয় ও মৃত্যুর পর সম্পূর্ণরূপে রাজনৈতিক পরিচয় হারায় তৎকালীন উড়িশ্যা। অনেক প্রচেষ্টার ফলে ১৯৩৬-এর ১ এপ্রিল মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে কোরাপুট জেলা এবং গঞ্জাম জেলাকে যুক্ত করে বিহার ও উড়িষ্যা প্রদেশের বাইরে ভাষাগত ভিত্তিতে ব্রিটিশ শাসনের অধীনে রাজনৈতিকভাবে একটি পৃথক রাষ্ট্র গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *