আমাদের ভারত, ১৯ ডিসেম্বর: গোয়ার মুক্তি দিবসে বার্তা দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
বৃহস্পতিবার এক্সবার্তায় তিনি লিখলেন, “যাঁরা ঔপনিবেশিক শাসন থেকে গোয়ার মুক্তির জন্য নিঃস্বার্থ আত্মত্যাগ করেছিলেন, গোয়ার মুক্তি দিবসে সেই বীরদের প্রতি শ্রদ্ধা জানাই। আমরা অকুতোভয়, মুক্তিযোদ্ধা এবং আমাদের সশস্ত্র বাহিনীকে তাঁদের ব্যতিক্রমী সাহসিকতা ও অটুট নিষ্ঠার জন্য অভিবাদন জানাই। আমি গোয়ার জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাঁদের একটি সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করি।”