আমাদের ভারত, ১৯ ডিসেম্বর: “আমি শহিদ পন্ডিত রাম প্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ খান এবং রোশন সিংকে তাঁদের শহিদ দিবসে স্মরণ করে বিনম্র শ্রদ্ধা জানাই”। বৃহস্পতিবার এক্সবার্তায় লিখলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিতবাবু লিখেছেন, “বীরত্ব, নির্ভীকতা ও মাতৃভূমির প্রতি উৎসর্গের প্রতীক এই বীররা তাঁদের জীবন দিয়ে প্রমাণ করেছেন যে দেশপ্রেমের একটি ছোট স্ফুলিঙ্গই হয়ে ওঠে মহান বিপ্লবের সূচনা। এই নায়করা ‘কাকোরি ট্রেন অভিযান’-এর মাধ্যমে ব্রিটিশ শাসনকে একটি বড় চ্যালেঞ্জ দিয়েছিলেন। যাঁরা যুব ও দেশপ্রেমিকদের সংগঠিত করেছিলেন, ভারত মাতার স্বাধীনতার জন্য তাঁদের অনুপ্রাণিত করেছিলেন, দেশ চিরকাল এই বীরদের আত্মত্যাগকে লালন করবে।”
১৯২৫ সালের ৯ আগস্ট ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের বিপ্লবীরা লখনউয়ের নিকটবর্তী কাকোরি গ্রামে একটি ট্রেন ডাকাতি করে। এদিন সেটি ১০০ বছরে পা দিল।