আমাদের ভারত, ৪ এপ্রিল: “তাঁর দীর্ঘ ও বিশিষ্ট কর্মজীবনে তিনি তাঁর দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য পরিচিত হয়ে ওঠেন। এটি ভারতের অবদান এবং মূল্যবোধের প্রতি গর্বের অনুভূতি জাগিয়ে তোলে”। এই ভাবে মনোজ কুমারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
শুক্রবার রাষ্ট্রপতি এক্সবার্তায় লিখেছেন, “কিংবদন্তি অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা মনোজ কুমারজির মৃত্যুতে আমি শোকাহত। তিনি ভারতীয় চলচ্চিত্রে এক অমোচনীয় ছাপ রেখে গেছেন।
জাতীয় বীর, কৃষক এবং সৈনিকদের তিনি যে প্রতীকী চরিত্রগুলি জীবন্ত করে তুলেছিলেন তা আমাদের সম্মিলিত স্মৃতিতে অম্লান থাকবে। তাঁর সিনেমা জাতীয় গর্ব জাগিয়ে তুলবে এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই।”