আমাদের ভারত, ২৩ মে: পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে তাঁকে সামাজিক মাধ্যমে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
বৃহস্পতিবার দ্রৌপদী মুর্মু এক্স-বার্তায় লিখেছেন, “আমি পণ্ডিত রঘুনাথ মুর্মুকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। অলচিকি লিপির বিকাশ ঘটিয়ে তিনি সাঁওতালি ভাষার নতুন পরিচয় দেন। সাঁওতালি ভাষার প্রচারে তাঁর অবদান সাঁওতালি জনগণের জন্য সুযোগ বাড়িয়েছে এবং তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আরও সচেতন করেছে।”
১৯২৫ সালে অলচিকি লিপি উদ্ভবনের পর সেই লিপিতেই রঘুনাথ মুর্মু সাঁওতালি ভাষায় বিভিন্ন নাটক, কবিতা ও বই লেখেন। ১৯৭৭ সালে ঝাড়গ্রামের বেতাকুন্দরিডিহিতে তিনি একটি সাঁওতালি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন। রাঁচির ‘ধুমকুরিয়া’ তার আদিবাসী সাহিত্যে অবদানের জন্য তাঁকে ডি. লিট উপাধি দেয়। আদিবাসী লেখক মার্টিন ওঁরাও তাঁর ‘দি সান্থাল – এ ট্রাইব ইন সার্চ অব দি গ্রেট ট্রাডিশন’ গ্রন্থে তাকে সাঁওতালদের মহান শিক্ষক হিসেবে উল্লেখ করেন। সেই থেকে তিনি আদিবাসীদের কাছে গুরু গোমকে
(অর্থাৎ ‘মহান শিক্ষক’) নামে খ্যাতি অর্জন করেন।