Tathagata ভারতের সবচেয়ে বড় সমস্যা হিন্দু-মুসলমান, মত তথাগতর

আমাদের ভারত, ২৩ মে: ‘জেহাদ’ ব্যাপারটাকে সম্পূর্ণ কবর দিতে না পারলে সমস্যা থেকেই যাবে। কালক্রমে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। বৃহস্পতিবার এক্স-বার্তায় এই মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি লিখেছেন, “অনেকে অভিযোগ করেন, আমি নাকি হিন্দু-মুসলমান প্রশ্নেই সর্বদা মজে থাকি – দেশের আরো অনেক সমস্যা আছে, যেমন বেকারী, জনসংখ্যা, মূল্যবৃদ্ধি, চীনা আক্রমণ ইত্যাদি ইত্যাদি।

কান খুলে শুনে রাখুন। এসব সমস্যা তো আছেই। কিন্তু ভারতের সবচেয়ে, সবচেয়ে বড় সমস্যা হিন্দু-মুসলমান। এরই ফলে দেশ একবার ভাগ হয়েছে এবং কয়েক লক্ষ মানুষের প্রাণহানি হয়েছে। এই সমস্যা থাকত না যদি শ্যামাপ্রসাদ বা আম্বেডকরের পরামর্শ অনুযায়ী দেশভাগের সঙ্গে সঙ্গে লোক বিনিময় হয়ে যেত।

সে যাই হোক, ঘড়ির কাঁটা পিছনদিকে ঘোরানো যাবে না। আজকে এই সমস্যার একমাত্র সমাধান মুসলিম সম্প্রদায়ের শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে এগিয়ে আসতে হবে এবং প্রকাশ্যে – প্রকাশ্যে – বলতে হবে, আমাদের যেমনি নামাজ পড়ার অধিকার আছে হিন্দুদের তেমনি প্রতিমাপূজা করার অধিকার আছে।’ জেহাদ’ ব্যাপারটাকে সম্পূর্ণ কবর দিতে হবে।

আর তা না হলে ? ওই সমস্যা থেকেই যাবে। কালক্রমে আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে, যেমন ১৯৪৭-এর পরে করেছিল।”

তাঁকে জনৈক আনোয়ারুল হক এক্স বার্তায় প্রশ্ন করেছেন, “আপনার চিন্তাভাবনায় মুসলমানদের মধ্যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে নাকি?” জবাবে তথাগতবাবু লিখেছেন, “আছেন। শুধু বাঙালি মুসলমানদের (ভারত-বাংলাদেশ মিলিয়ে) কথাই বলি। কাজী নজরুলের নাম সবাই জানেন। বাকিদের মধ্যে বর্তমানের তসলিমা নাসরিন, মুনতাসীর মামুন, শাহরিয়ার কবির, সালাম আজাদ, হোসেনুর রহমান, কাজী মাসুম আখতার, শফিকুল ইসলাম ; অতীতের সৈয়দ মুজতবা আলী, এস ওয়াজেদ আলী, কাজী আব্দুল ওদুদ, তাজউদ্দীন আহমেদ, বহরমপুরের রেজাউল করিম, রাজশাহীর খন্দকার আলী তায়েব। এক ডজন ছাড়িয়ে গেল কি?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *