একনায়কতন্ত্রে ক্ষুব্ধ প্রণব বসু কালই বিজেপিতে

আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ ডিসেম্বর: মেদিনীপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রণব বসু শনিবার অমিত শাহের মেদিনীপুরের সভায় বিজেপিতে যোগ দিচ্ছেন। শাসকদলের অন্যতম প্রধান সেনাপতি শুভেন্দু অধিকারীর হাত ধরে শনিবার গেরুয়া মঞ্চে বিজেপিতে যোগদান করতে চলেছেন এক ঝাঁক সাংসদ বিধায়ক থেকে জেলা নেতা। তাদের সঙ্গে থাকছেন প্রাক্তন এই চেয়ারম্যান প্রণব বসু।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম দিন থেকেই ছিলেন তিনি। অবিভক্ত মেদিনীপুরের শুধু অধিকারী পরিবারই নয়, প্রণব বাবুরাও আপাদমস্তক কংগ্রেস থেকে উঠে আসা তৃণমূলের সৈনিক হিসেবে সমধিক পরিচিত। কিন্তু সারা দেশজুড়ে চলা গেরুয়া ঝড় বাংলার তৃণমূলের সমস্ত হিসেব নিকেশ উলটপালট করে দিয়েছে। তাই শনিবারের অমিত শাহের মেদিনীপুরের সভা এক ঐতিহাসিক’ সভায় পরিণত হতে চলেছে। মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর ছবি গেরুয়া পতাকা দিয়ে ঢেকে ফেলা হয়েছে মেদিনীপুর শহরজুড়ে। তারই মাঝখানে দল থেকে ইস্তফা দিয়ে বোমা ফাটালেন মেদিনীপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান। তিনি সাংবাদিকদের জানিয়ে দিলেন আগামীকাল শনিবার জননেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনিও যাচ্ছেন বিজেপিতে। শুভেন্দুর অনুগামী প্রণববাবু আজ তার ইস্তফা পত্র তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির কাছে পাঠিয়ে দিয়েছেন।

কয়েকদিন আগে তাঁকে মেদিনীপুর পৌরসভার প্রশাসক মন্ডল থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আজ তিনি দলের সদস্য পদ ছেড়ে দিলেন। এরপরে সংবাদমাধ্যমের সামনে তার ক্ষোভ প্রকাশ করে বিজেপিতে যোগদানের কোথাও জানান। তিনি বলেন, যে পদ্ধতিতে দল চলছে তাতে দম বন্ধ হয়ে আসছিল। দলে একনায়কতন্ত্র চলছে। নিজের কোনও মতামত প্রকাশ করার জায়গা দলে নেই। পিসি ভাইপো যা বলবে তাতেই হ্যাঁ দিতে হবে। প্রতিবাদ করলেই শাস্তি। এসব আর কতদিন সহ্য করা যায়! তাই প্রকৃত জননেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *