আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৮ ডিসেম্বর: মুর্শিদাবাদ জেলার ডোমকলের রামনা গ্রামে তৃণমূল কাউন্সিলারের হাতে আক্রান্ত প্রাক্তন আইপিএস আধিকারিক নজরুল ইসলাম। তাঁকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলার সহ তিনজনের বিরুদ্ধে। শুক্রবার ডোমকল থানার রমনা এলাকায় ওই প্রাক্তন আইপিএস আধিকারিকের অফিসে ঢুকে তাঁকে টেনে হিঁচড়ে বার করে তাকে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডোমকল থানার পুলিশ। ডোমকলের মহকুমা শাসক নিজে গিয়ে নজরুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যান। ঘটনায় তিনজনের নামে ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন আইপিএস আধিকারিক নজরুল ইসলাম। ঘটনাক কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
প্রাক্তন আইপিএস অফিসার ডোমকলে ‘বসন্তপুর এডুকেশন সোসাইটি’ নামে একটি সংস্থা চালিয়ে আসছেন দীর্ঘ দিন ধরে। ওই সোসাইটির দখল নিতে গত একবছর থেকে তৃণমূলের নেতৃত্বে চক্রান্ত চলছিল বলে অভিযোগ নজরুল ইসলামের। গত বছর এই নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়। শুক্রবার নিজের অফিসে বসে কাজ করছিলেন নজরুল ইসলাম। সেই সময় ডোমকল পুরসভার কাউন্সিলার মাজিদুল শেখের নেতৃত্বে ভাদু শেখ ও জাহাঙ্গির শেখ দলবল নিয়ে তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। অফিস থেকে বার করে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতাল আনেন মহকুমা শাসক। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ডোমকল থানায় মাজিদুল শেখ, ভাদু শেখ ও জাহাঙ্গির শেখের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত কাউন্সিলর।