পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ মার্চ: খড়্গপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বিধায়ক প্রদীপ সরকারকে মেদিনীপুর খড়্গপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলো। আগে থেকে আর এক প্রাক্তন বিধায়ক প্রদ্যোত ঘোষ ভাইস চেয়ারম্যান রয়েছেন। প্রদীপবাবু দায়িত্ব পাওয়ায় ভাইস চেয়ারম্যান হলেন দু’জন।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে এসে প্রদীপ সরকারকে ভালো দায়িত্ব দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন। বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার চেয়ারম্যান দীনেন রায়কে বলে গিয়েছিলেন প্রদীপকে কাজে লাগাতে। তিনি এও বলেছিলেন, খড়্গপুরের রাজনীতিতে প্রদীপকে প্রয়োজন।