crowd, Ganesh Puja, Dathan, দাঁতনে গণেশ পুজো দেখতে ভিড় এলাকাবাসীদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ মার্চ: দিল্লি বা মহারাষ্ট্র নয়, প্রত্যন্ত গ্রামীণ এলাকায় স্থানীয় একটি ক্লাব এবং গ্রামবাসীদের সহযোগিতায় জমকালো ভাবে আয়োজন করা হলো সর্বজনীন গণেশ পুজোর। ষষ্ঠ বর্ষের আয়োজিত এই পুজোয় এলাকাবাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।

আজ পশ্চিম মেদিনীপুরের দাঁতন দু’নম্বর ব্লকের কেয়ারি উত্তরপাড়াতে আয়োজন করা হয় এই পুজোর।
রাজবেশে বিশালাকার গণেশ মূর্তির পাশাপাশি ফুল ও রঙিন আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে সমস্ত পুজো মন্ডপ। আর সন্ধ্যে হতে ওই রংবাহারি আলোকমালার সাথে পুজো দেখতে ভিড় জমিয়েছেন এলাকাবাসীরা।

শুধুমাত্র গণেশ পুজোই নয়, এই পুজোকে কেন্দ্র করে আজ থেকে আগামী চার দিন ধরে থাকছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিনে এই পুজোর পাশাপাশি সমস্ত দর্শনার্থী ও এলাকাবাসীদের জন্য ছিল খিচুড়ি প্রসাদ পরিশেবনের ব্যবস্থা। সব মিলিয়ে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় শহরের আদলে এই পুজো নজর কাড়ছে সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *