পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ মার্চ: অসুস্থ তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার নিজের বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবর সামনে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তৃণমূল কর্মী সমর্থক থেকে দলীয় নেতৃত্ব সকলেই। নেত্রীর দ্রুত আরোগ্য কামনায় সমস্ত কর্মসূচি ফেলে মন্দিরে পুজো দিতে ছুটে যান ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা জনপ্রিয় অভিনেতা দেব।
বৃহস্পতিবার সারাদিন ঘাটালে একাধিক কর্মসূচি ছিল অভিনেতা দেবের। রোড শোয়ের পাশাপাশি কর্মিসভা ও বেশ কয়েকবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তবে সন্ধ্যা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনার খবর পেতেই সব কাজ ফেলে দ্রুত সুস্থতা চেয়ে মন্দিরে পুজো দেন দেব।ঘাটালের বিশালাক্ষ্মী মন্দিরে গিয়ে পুজো দেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী।
প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনের প্রথম প্রচারে বৃহস্পতিবার সারাদিন ঘাটালেই ছিলেন দেব। বুধবার ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত কারখানা পরিদর্শনে গিয়ে সেখানকার শ্রমিকদের দুঃখ দুর্দশার কথা শোনেন এবং তারপরেই ঘাটাল ব্লক তৃণমূল পার্টি অফিস থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত একটি মিছিলে পা মেলান।
এদিন মিছিল শেষে সাংবাদিক সম্মেলন চলাকালীন খবর আসে আহত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর দুর্ঘটনার কথা শুনে তড়িঘড়ি দেব সাংবাদিক সম্মেলন শেষ করে বেরিয়ে পড়েন স্থানীয় বিশালাক্ষী মন্দিরের উদ্দেশ্যে। সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনায় পুজো দেন। এদিন নেতা, কর্মীদের নিয়ে ডাকা বৈঠকও মাঝপথে স্থগিত রাখেন দেব।