পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ মার্চ: ঘাটাল সহ মাস্টার প্ল্যান এলাকার সমস্ত লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাস্টার প্ল্যান সম্পর্কিত বিষয়ে তার ভূমিকা ও করণীয় জানতে চেয়ে চিঠি দেওয়া শুরু করল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের প্রকল্প ‘ঘাটাল মাস্টার প্ল্যান’ রূপায়ণ সংক্রান্ত বিষয়ে সাম্প্রতিক মুখ্যমন্ত্রীর ঘোষণামত অবিলম্বে অর্থ বরাদ্দ করে আগামী বর্ষার পূর্বে শীলাবতী নদীর নিম্নাংশে খনন কাজ শুরুর দাবিতে আজ ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি ঘাটালের অন্নপূর্ণা আর্কেডে এক সাংবাদিক সম্মেলন করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ডাঃ বিকাশ চন্দ্র হাজরা, কার্যকরী সভাপতি সত্যসাধন চক্রবর্তী, সহ সভাপতি বিকাশ ধাড়া, যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি, অফিস সম্পাদক কানাই লাল পাখিরা প্রমুখ।
সম্মেলনে নারায়ণ চন্দ্র নায়ক বলেন, আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে ঘাটাল সহ মাস্টার প্ল্যান এলাকার বিভিন্ন লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশ্যে মাস্টার প্ল্যান রূপায়ণের ক্ষেত্রে তাদের ভূমিকা ও আগামী দিনে করণীয় সম্পর্কে জানতে চেয়ে একটি চিঠি আজ প্রকাশ করা হয়। এবং তা যে সমস্ত প্রার্থীদের নাম ইতিমধ্যে ঘোষণা হয়েছে, তাদের ই মেইলে আজই পাঠানো হয়।
নারায়ণবাবু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ না করার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারই তিন থেকে চার বছরের মধ্যে মাস্টার প্ল্যান রূপায়ণ করবে, রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে আমরা স্বাগত জানিয়েছি। কিন্তু আমরা ইতিমধ্যে নবান্নে সেচ ও জলপথ দপ্তরের প্রধান সচিব, জলসম্পদ ভবনে সেচসচিব, মেদিনীপুরে চিফ-সুপারিনটেন্ডিং একজিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে দেখা করলাম। তাদের কারোর কাছ থেকে এ ব্যাপারে কোনো সরকারি নির্দেশিকার বিষয় জানা গেল না। ইতিমধ্যে অষ্টাদশ লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। এমতাবস্থায় আমরা উক্ত বিষয়ে আমাদের দুটি জিজ্ঞাস্য ১) মাস্টার প্ল্যান রূপায়ণের ক্ষেত্রে আপনার দল ও আপনি এ পর্যন্ত কী ভূমিকা নিয়েছেন? ২) আপনি নির্বাচিত হলে বা না হলে এ বিষয়ে কী ভূমিকা নেবেন? সংশ্লিষ্ট এলাকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ওই চিঠির মাধ্যমে জানতে চেয়েছি।