পাকিস্তানি বা বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারীদের তথ্য দিলেই পুরস্কার ৫০০০ টাকা

আমাদের ভারত,২৮ ফেব্রুয়ারি:পাকিস্তানি বা বাংলাদেশী অবৈধ অনুপ্রবেশকারীদের সম্পর্কে তথ্য দিলেই দেওয়া হবে পাঁচ হাজার টাকা পুরস্কার। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা এমনই পোস্টার ছাপিয়েছে। আর সেই পোস্টারে ছেয়ে গেছে গোটা ঔরঙ্গাবাদ এলাকা। নবনির্মান সেনা কেন্দ্রের নাগরিকত্ব আইন, নাগরিকপঞ্জী দুইই সমর্থন জানিয়েছে। তাই এবার রাজ্য থেকে অনুপ্রবেশকারীদের বার করতে তাদের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

নাগরিকত্ব আইন পাস হওয়ার পর থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ধীরে ধীরে জনমত শক্ত হয়েছে বলে অভিমত ওয়াকিবহাল মহলের একাংশের। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে একেবারে প্রকাশ্যে পোষ্টার ছাপিয়ে তাক লাগিয়ে ফেলেছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। পোস্টারের ছবি রয়েছে সেনাপ্রধান রাজ ঠাকরের। মারাঠি ভাষায় লেখা পোস্টারে বলা হয়েছে পাকিস্তানি কিংবা বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিষয় যে সঠিক তথ্য দেবে তাকেই ৫০০০ টাকা পুরস্কার দেওয়া হবে।


সৌজন্যে এএনআই

দিন কয়েক আগে নবনির্মাণ সেনার নতুন দলীয় পতাকায় দলের প্রধান থাকলেও তার পুত্র অমিত ঠাকুরের ছবি দিয়ে একাধিক পোস্টার লাগানো হয়েছিল নানা জায়গায়। লেখা হয়েছিল মহারাষ্ট্র থেকে বাংলাদেশিরা না চলে গেলে তাদের নিজস্ব কায়দায় তাড়িয়ে দেওয়া হবে।

নবনির্মাণ সেনা কেন্দ্র সরকারের নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জি কে সমর্থন করেছে। আর তার নিরিখেই রাজ্যে অনুপ্রবেশকারীদের তাড়াতে এই পদক্ষেপ তারা নিল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *