আমাদের ভারত, হাওড়া, ২৮ ফেব্রুয়ারি: ব্যবসার অংশীদারের সঙ্গে দেখা করতে ব্যাঙ্কে এসেছিলেন এক যুবক। এর পর থেকেই তিনি নিখোঁজ। বুধবার সারাদিন কেটে যাওয়ার পরেও তাঁর কোনও খোঁজ না মেলায় বৃহস্পতিবার বালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিজনেরা।
পুলিশ জানায়, বেলুড় রামলোচন সায়র স্ট্রিটের বাসিন্দা গোপাল বুধালিয়া পেশায় ছাঁট লোহার ব্যবসায়ী। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ তিনি বালির একটি ব্যাঙ্কে এসেছিলেন ব্যবসার অংশীদারের সঙ্গে দেখা করতে। অভিযোগ এর পর থেকে আর বাড়ি ফেরেননি ওই যুবক। পরিজনদের অভিযোগ, তাঁকে অপহরণ করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।