আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৪ জুন: কেন্দ্রীয় সরকার ভারতবর্ষে নতুন নতুন আইন জারি করছে। সেই সমস্ত আইন আগামী ১লা জুলাই থেকে দেশে কার্যকর হবে। নতুন নতুন আইন সাধারণ মানুষের বোঝা সম্ভব নয়। তাই পুলিশই সেই সমস্ত আইনের বিষয়ে সাধারণ মানুষকে জানাবেন। নতুন আইনের বিষয়গুলি পুলিশ যাতে ভালো ভাবে বুঝতে পারে তার জন্য সোমবার থেকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও পূর্ব মেদিনীপুর আইনী সহায়তা কর্তৃপক্ষের উদ্যোগে তমলুকের পুলিশ লাইনের প্রশাসনিক ভবনে পুলিশ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। আগামী শুক্রবার পর্যন্ত চলবে শিবির। জেলার বিভিন্ন থানার তদন্তকারী অফিসাররা এই প্রশিক্ষণ নিয়ে সাধারণ মানুষকে সাহায্য করবেন।
শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জর্জ প্রিয়ব্রত দত্ত, পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য,জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেরা- সহ অন্যান্যরা
এদিন আইনি সহায়তা কর্তৃপক্ষের সচিব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ভারতবর্ষে বেশকিছু নতুন আইন জারি হয়েছে। ১ জুলাই ২০২৪ থেকে তা কার্যকর হবে। নতুন আইন সকল সাধারণ মানুষের বোঝা সম্ভব নয়। তাই যারা আইনি সাহায্যের জন্য থানায় আসবেন তাদের যাতে সাহায্য করা যায় তার জন্য সোম থেকে শুক্র পাঁচ দিনের বিশেষ পুলিশ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রতিনিয়ত আইনের বিশেষ গুণি ব্যক্তিরা উপস্থিত থেকে নতুন নতুন আইনের বিষয়ে জানাবেন।
ভারতবর্ষে নতুন আইনের ফলে সাধারণ মানুষ যাতে কোনোভাবে সমস্যায় না পড়ে তাদের কথা ভেবেই জেলায় জেলায় এই ধরনের পুলিশ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।