Student, Tamluk, সার্জিক্যাল ব্লেড দিয়ে আঘাতের অভিযোগ সহপাঠীর বিরুদ্ধে, বরাত জোরে প্রাণ বাঁচলো তমলুকের চাঠরা কুঞ্জরানী বাণীভবন স্কুলের ছাত্রের

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৪ জুন: পূর্ব মেদিনীপুরের তমলুকের চাঠরা কুঞ্জরানী বাণীভবন স্কুলে সার্জিক্যাল ব্লেড দিয়ে নবম শ্রেণির ছাত্রকে আঘাত করার অভিযোগ উঠল তার সহপাঠীর বিরুদ্ধে।

জানা যায়, গত শুক্রবার স্কুল ব্যাগে করে সার্জিক্যাল ব্লেডের মতো ধারালো জিনিস নিয়ে স্কুলে আসে এক ছাত্র। ক্লাসের মধ্যেই সহপাঠীর সাথে অভিযুক্ত ছাত্রের কথা কাটাকাটি হয়। তারমধ্যেই ওই সার্জিক্যাল ব্লেড ব্যাগ থেকে বের করে ওই ছাত্রের গলায় আঘাত করার চেষ্টা করলে, কোনোরকম নিজেকে সরিয়ে নিলেও চোয়ালে আঘাত লাগে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করা হয়। তবে আঘাত গুরুতর হলেও বরাত জোর প্রাণে বেঁচে যায় ওই ছাত্র। তবে স্কুলের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে কেন এসেছিল তা নিয়েই উঠছে প্রশ্ন। অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে স্কুল কর্তৃপক্ষ জানালেও সে ধরনের কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ ওই স্কুলের সামনে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও এলাকার মানুষ। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে আইনতভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় বিক্ষোভরত অভিভাবকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। তবে অভিযুক্ত ওই ছাত্রকে টিসি দেওয়া হয় বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে সংবাদ মাধ্যমকে এড়িয়ে যান ওই স্কুলের প্রধান শিক্ষক। পুলিশ যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ প্রশমিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *