Arjun singh, BJP, তৃণমূলের চাপে অনুমতি বাতিল করেছে পুলিশ, আগামী দিনে কোর্টের অনুমতি নিয়েই এক্সাইড ব্যাটারি কারখানার গেটে সভা হবে: অর্জুন সিং

আমাদের ভারত, ব্যারাকপুর, ৩০ জুন: ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক জুট মিলের অবস্থা শোচনীয়। এমনটাই বারবার বলতে শোনা গেছে বিরোধী দলের নেতা- কর্মীদের। শুধু তাই নয়, একাধিক জুটমিলের গেটে শ্রমিক স্বার্থে গেট সভা করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং। শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানা, শিল্পাঞ্চলের অন্যতম বড় শিল্প হিসেবে বিখ্যাত। এক্সাইড ব্যাটারি কারখানার গেটে সোমবার সকালে গেট সভা করার কথা ছিল প্রাক্তন সংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং- এর। সেই মতো জগদ্দল থানার পুলিশ অনুমতিও দিয়েছিল। যদিও রবিবার রাতে ফ্যাক্টারি কর্তৃপক্ষের নোটিসে পুলিশ সেই অনুমতি বাতিল করেছে। সোমবার সকালে ফ্যাক্টারি কর্তৃপক্ষ ও পুলিশকে একযোগে নিশানা করে সরব হলেন অর্জুন সিং।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, শ্রমিক স্বার্থে আমি বারবার লড়াই করেছি। এক্সাইড ব্যাটারি কারখানা গেটে আমার সভা করার কথা ছিল, পুলিশ সেই অনুমতি দিয়েছিল, কিন্তু তৃণমূলের চাপে শেষ পর্যন্ত সেই অনুমতি বাতিল করেছে পুলিশ। আগামী দিনে কোর্টের অনুমতি নিয়েই ওই জায়গায় সভা করা হবে। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে, তাই বিজেপি করে আটকানোর চেষ্টা করা হচ্ছে। ফ্যাক্টরি কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ২০২৬ বিধানসভা নির্বাচনের পর বাংলার এই সরকার আর থাকবে না। শুধু তাই নয়, ফ্যাক্টরির একাধিক দুর্নীতি প্রধানমন্ত্রী ও পেট্রোলিয়াম মন্ত্রীকে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *