নন্দীগ্রামে বিজেপির অভিনন্দন যাত্রা আটকাল পুলিশ

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৮ জানুয়ারি :
কেন্দ্রের সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে অভিনন্দন যাত্রাকে কেন্দ্র করে শনিবার দুপুরে পুলিশ-বিজেপি কর্মীদের ধস্তাধস্তির ঘটনায় উত্তপ্ত হয় নন্দীগ্রাম।
আজ নন্দীগ্রামে বিজেপির রাজ‍্য সভাপতি দিলীপ ঘোষের অভিনন্দন যাত্রা বানচাল করতে হলদিয়া, তেরপ্যাখা ফেরি ঘাট সহ নন্দীগ্রামে আসার ফেরিঘাট গুলিতে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। চন্ডীপুর -নন্দীগ্রাম রাজ‍্য সড়কের বিভিন্ন জায়গায় অবরোধ করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিজেপির। আজ দুপুর ১২টা থেকে নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত বিজেপির পক্ষ থেকে দিলীপ ঘোষ ও সায়ন্তন বসুর নেতৃত্বে একটি অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়।

এই অভিনন্দন যাত্রার জন্য যখন কর্মী-সমর্থকরা টেঙ্গুয়া মোড়ে হাজির হয় তখন পুলিশ তাদের লাঠিচার্জ করে হঠিয়ে দেয় বলে অভিযোগ বিজেপির। বিভিন্ন জায়গায় পুলিশের অবরোধের খবর পেয়ে দিলীপ ঘোষ চন্ডিপুর থেকে অভিনন্দন যাত্রা শুরু করে দেন। চন্ডীপুর থেকে হুডখোলা গাড়িতে দিলীপ ঘোষ ও সায়ন্তন বসুরা নন্দীগ্রামের রেয়াপাড়া পর্যন্ত এসে এসে পৌঁছান। রেয়াপড়াতে বিশাল পুলিশবাহিনী ব্যারিকেট করে রাস্তা আটকে দেয় বিজেপি কর্মী সমর্থকদের। আটকে দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের গাড়ি। এই সময় রাজ‍্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের গাড়ির সামনে বিজেপি কর্মীদের সঙ্গে প্রথমে বচসার সৃষ্টি হয় ও পরে কর্মীদেরকে আটকাতে পুলিশ মৃদু লাঠিচার্জ শুরু করে।বিজেপি নেতৃত্বের বার বার অনুরোধ সত্বেও রাস্তা থেকে একচুলও নড়েনি পুলিশকর্মীরা। রেয়াপাড়াতে গাড়ির উপর থেকে বক্তব্য রাখেন সায়ন্তন বসু ও দিলীপ ঘোষ। পুলিশ নন্দীগ্রামের দিকে এগোতে না দেওয়ায় এখানেই অভিনন্দন যাত্রা শেষ বলে জানান বিজেপি নেতৃত্ব।
অভিনন্দন যাত্রা বানচাল করতে চতুর্দিকে পুলিশকে দিয়ে ব্যারিকেড তৈরি করেছে তৃণমূল বলে অভিযোগ বিজেপির।

আজকের দ্বিতীয় যে অভিনন্দন যাত্রা ছিল পাঁশকুড়া থানার হরিদাসপুর থেকে রঘুনাথবাড়ি পর্যন্ত। বিভিন্ন জায়গায় ব্যারিকেট করে দিলীপ ঘোষকে আটকানোর চেষ্টা করা হয়। কিন্তু ঘুরপথে পুলিশের চোখে ধূলোদিয়ে হরিদাসপুরে পৌঁছে যান দিলীপ ঘোষ। তারপর হরিদাসপুর থেকে অভিনন্দন যাত্রা শুরু হয়। আজকে নন্দীগ্রামে অভিনন্দন যাত্রার জন্য হলদিয়া থেকে নন্দীগ্রামের সমস্ত খেয়া সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়। নন্দীগ্রাম থেকে চন্ডীপুর আসার একমাত্র বাস রাস্তাও বেশ কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। ফলে সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা। সেই নিয়ে বিক্ষোভ দেখান যাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *