লকডাউন অমান্য করায় ভাতের থালা ফেলে দিয়ে শ্রমিকদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

গোপাল রায়, আরামবাগ, ২৬ মার্চ: লকডাউনের অমান্য করায় বুধবার রাতে শ্রমিকদের উপর মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার হোরপুর এলাকায়। জানা গেছে, সেচ দপ্তরের অধীনে নদী বাঁধের কাজ করতে বিভিন্ন জায়গা থেকে আসেন ৩০ জন শ্রমিক। লকডাউনের জেরে বাস বন্ধ থাকায় তারা বাড়ি ফিরতে পারেননি। আরামবাগের হোরপুর দরবারের কাছে তাঁবু খাটিয়ে রয়েছেন তারা। এই লকডাউনের জেরে প্রশাসনের তরফ থেকে টহলদারি চলছে আরামবাগ মহাকুমা জুড়ে। এমনকি এক জায়গাতে একাধিক লোকজন থাকলে তাদের একত্রিত থাকতে মানা করা হচ্ছে। লকডাউন অমান্য করায় গতকাল রাতে শ্রমিকদের ডেরায় হানা দেয় পুলিশ। ওই সময় তাঁবুর থেকে বেড়িয়ে খাওয়া দাওয়া করছিলেন শ্রমিকরা। একসাথে এতো লোকজন থাকায় পুলিশ সেখানে যায়। এরপর শ্রমিকদের বেধড়ক মারধর করার পাশাপাশি তাদের ভাতের থালা ছুঁড়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ তুলেছেন শ্রমিকরা। পুলিশি মারধরে বেশ কয়েকজন শ্রমিক আহত হয় বলে জানা গেছে।

রতন রায় নামে এক কর্মী জানান, সেচ দপ্তরের নদী বাঁধের কাজ করতে এসেছিলাম মোট ৩০ জন। লকডাউনের ফলে বাস বন্ধ থাকায় বাড়ি যেতে পারছি না। তাই আমরা নিরুপায় হয়ে তাঁবুতে একসাথে থাকতে হচ্ছে। রাতে সবাই মিলে যখন ভাত খাচ্ছিলাম ওই সময় পুলিশ এসে আমাদের মারধর করে ভাত তরকারি ফেলে দেয়।

আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক নির্মল কান্তি দাস বলেন, মারধরের ঘটনার খবর নেই।

অন্যদিকে লকডাউন জারি রাখতে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে খানাকুলে সাতজনকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, খানাকুলের হিরাপুর এলাকায় বুধবার রাতে লকডাউন জারি থাকায় পুলিশের পক্ষ থেকে অভিযান চলছিল। সেই সময় পুলিশের কাজে বাধা দিতে শুরু করে বেশ কিছু মানুষ। এমনকি পুলিশকে তারা মারধর করে বলেও অভিযোগ। ঘটনাস্থল থেকেই পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করেছে। আক্রান্ত পুলিশ কর্মীদের চিকিৎসাও করানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *