এপ্রিলেই আগাম ২ হাজার টাকা করে পাবেন সাড়ে আট কোটির বেশি কৃষক, টাকা সরাসরি যাবে ব্যাংক অ্যাকাউন্টে

আমাদের ভারত,২৬ মার্চ:করোনা গ্রাস থেকে দেশকে রক্ষা করতে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। খাদ্য থেকে স্বাস্থ্য প্রায় সবকটি বিষয়ের উপরই দৃষ্টি দেওয়া হয়েছে এই প্রকল্পে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় দেশের প্রত্যেক চাষীকে ২ হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এপ্রিল মাসেই কৃষকদের ব্যাংক অ্যকাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানিয়েছেন তিনি।

অর্থমন্ত্রী বলেন চাষীদের নূন্যতম আয় সুনিশ্চিত করতে সরকার ১৬ হাজার কোটি টাকা ব্যয় করছে।এই প্রকল্পের সুবিধা পাবেন ৮.৭ কোটি কৃষক।প্রধানমন্ত্রী কৃষি যোজনার আওতায় যে ৬ হাজার টাকা কৃষকদের দেওয়া হতো তার থেকে ২ হাজার টাকা অগ্রিম এপ্রিলেই দিয়ে দেওয়া হবে।

এদিন অর্থমন্ত্রী মোট ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকা খাদ্য সুরক্ষা প্রকল্পের কথা ঘোষণা করেছেন। করোনাকে প্রতিরোধ করতে গোটা দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বন্ধ রয়েছে একাধিক জায়গার উৎপাদন ব্যবস্থা। একাধিক ক্ষুদ্র ব্যবসায়ীর লাটে উঠেছে ব্যবসা। ক্ষতিগ্রস্ত বহু মানুষ কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন। তাই ক্ষতিগ্রস্ত মানুষের কথা চিন্তা করি এই প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পের আওতায় ৮০ কোটি মানুষ বিনামূল্যে চাল-গম পেতেন। এবার জাতীয় খাদ্য সুরক্ষা আইনে এপ্রিল থেকে গরিবদের আরও অতিরিক্ত ৫ কিলো চাল দেওয়া গম হবে। এছাড়াও পরবর্তী তিন মাস এক কিলো করে ডালও দেওয়া হবে। এই খাদ্য বন্টনের ক্ষেত্রে মহিলা, বিশেষভাবে সক্ষম এবং জেলবন্দীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *