আমাদের ভারত, হাওড়া, ২৭ জানুয়ারি: দুষ্কৃতীদের ধরতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পাঁচলা থানার চড়া পাঁচলার সেপাই পাড়ায়। ঘটনায় দুই পুলিশ কর্মী আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানাগেছে, মঙ্গলবার সেপাই পাড়ায় দুয়ারে সরকার শিবির চলছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিবির চলাকালীন পলাশ সেপাই ও শাকিল সেপাই সহ কয়েকজন দুষ্কৃতী সেখানে এসে ঝামেলা শুরু করে। সুত্রের খবর, এই সময় বাসিন্দারা পুলিশে খবর দিলে পাঁচলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযোগ, পুলিশ ঘটনাস্থল থেকে পলাশ ও শাকিলকে ধরে আনার সময় তারা পুলিশকে ধাক্কাধাক্কি করে পালানোর চেষ্টা করে। সেই সময় পলাশ মাটিতে পড়ে গেলে তার মুখ ফেটে যায়। অভিযোগ, এরপরেই দুষ্কৃতীরা পুলিশকে মারধর করে পালিয়ে যায়। এদিকে পুলিশ আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় পাঁচলা থানার বিশাল পুলিশ বাহিনী। পরে আহত পুলিশ কর্মীদের হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের বক্তব্য, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। এমনকি তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। পুলিশের বক্তব্য, অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা দেওয়া সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

