সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৭ জানুয়ারি: বক্তব্যে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে রাম সীতার প্রসঙ্গে অশালীন কথা বলেছিলেন তৃণমূল নেতা মদন মিত্র। এই অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়ে গর্জে উঠল বিজেপি। সোশ্যাল মিডিয়ায় বক্তব্য তুলে ধরে জনমত সংঘটিত করছে বিজেপি। জেলা বিজেপির সাধারণ সম্পাদক শংকর মাহাতো ঝালদা থানায় মদন মিত্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। ২৬ জানুয়ারি করা ওই অভিযোগ পত্রে মদন মিত্রের বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন তিনি। ওই অভিযোগ পত্রে বিজেপি নেতা জানান, “২৫ জানুয়ারি কাশীপুরে তৃণমূলের সভায় নেতা মদন মিত্র মাতা সীতা দেবীর বিরুদ্ধে কুরুচিকর ও অশ্লীল বক্তব্য দেন। এতে শুধু বিজেপিরই নয় সমগ্র হিন্দু সমাজের ভাবাবেগকে আঘাত করেছে।”
প্রসঙ্গত, ২৫ তারিখ কাশীপুরে জনসভায় তৃণমূল নেতা মদন মিত্র বলেন, “আপনাদের বাবার ভাগ্য ভাল যে, রামের বউটাকে রাবণ নিয়ে পালিয়েছিল। ওটা রাবণ না নিয়ে রামের বউটাকে নিয়ে যদি বিজেপির লোকেরা পালাত তাহলে হাতরস(উত্তর প্রদেশ) বানিয়ে দিত সীতাকে ধর্ষণ করে। হ্যাঁ, আমি মদন মিত্র বলছি।”