পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ আগস্ট: এবার আর জি কর কাণ্ডের প্রতিবাদে পথে নামলেন মেদিনীপুর জেলা আদালত বা জজ কোর্টের আইনজীবীরা। দলমত নির্বিশেষে বিভিন্ন সংগঠনের আইনজীবীরা একত্রিত হয়ে শনিবার বেলা ১.৩০ নাগাদ একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। মিছিলটি জজ কোর্ট থেকে বেরিয়ে মেদিনীপুর শহরের কেরানীটোলা সহ রিংরোড পরিক্রমা করে পুনরায় বেলা দু’টো নাগাদ জজ কোর্টে প্রবেশ করে। মিছিল থেকে আর জি কর মেডিক্যালের নারকীয় হত্যাকান্ড তথা মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের প্রতিবাদ করার সাথে সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এদিনের মিছিলে উপস্থিত ছিলেন আইনজীবী তথা বিশিষ্ট কংগ্রেস নেতা তীর্থঙ্কর ভকত, আইনজীবী ও জেলা বিজেপির সাধারণ সম্পাদক শুভজিৎ রায়, আইনজীবী ও কংগ্রেস নেতা শান্তি দত্ত প্রমুখ।
মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তীর্থঙ্কর ভকত বলেন, “কোনভাবেই ওই মহিলা চিকিৎসককে টানা ৬ মাস ধরে নাইট ডিউটি দেওয়া যায় না। ওই অপদার্থ অধ্যক্ষ মেয়েটিকে টানা ছ’মাস নাইট ডিউটি দিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন। তাতেও যখন দমানো যায়নি, প্ল্যান মাফিক তাঁকে খুন করা হয়েছে। আর এক্ষেত্রে বলির পাঁঠা করা হয়েছে সিভিক ভলান্টিয়ারকে।