আইসক্রিমের চামচের উপর ছবি, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম বাগনানের টিঙ্কুর

আমাদের ভারত, হাওড়া, ৪ ডিসেম্বর: স্বাধীনতা সংগ্রামী থেকে মনীষি, খেলোয়াড় থেকে সাহিত্যিক ১১০টি আইসক্রিমের কাঠের চামচের উপর বিভিন্ন ব্যক্তিত্বের ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে নিল বাগনানের টিঙ্কু হালদার। ইতিমধ্যেই সংস্থার তরফে পাঠানো মেডেল, শংসাপত্র, পেন উপহার হিসেবে পেয়েছেন টিঙ্কু হালদার।

পেশায় বাদ্যযন্ত্র প্রস্তুতকারী বাগনানের এনডি ব্লকের বাসিন্দা টিঙ্কু হালদার গত ৪ ডিসেম্বর তার হাতে আঁকা সামগ্রী ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের দপ্তরে পাঠান। ২০ অক্টোবর ইন্ডিয়া বুক অফ রেকর্ডস টিঙ্কু হালদারের হাতের কাজকে স্বীকৃতি দেয়। আর বৃহস্পতিবার সংস্থার তরফে পাঠানো উপহার তার কাছে পৌঁছায়। তিনি জানান, এক একটি চামচে ছবি আঁকতে তার সময় লেগেছে ২ মিনিট। তবে এখানেই শেষ নয় আগামীদিনে আরোও নতুন রেকর্ড করতে চান বলে জানান টিঙ্কু হালদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *