Photo journalist, Rampurhat, তিলোত্তমা বিচার না পাওয়ায় স্বাস্থ্য দফতরের সম্মাননা প্রত্যাখ্যান করলেন চিত্র সাংবাদিক

আশিস মণ্ডল, রামপুরহাট, ৪ জুলাই: নিহত চিকিৎসক তিলোত্তমা এখনও বিচার পাননি। তাই রক্তদাতা সম্মাননা ফিরিয়ে দিলেন চিত্র সাংবাদিক সব্যসাচী ইসলাম। ঘর ভর্তি স্বাস্থ্য দফতরের আধিকারিক থেকে মহকুমা শাসক, পুলিশ অফিসারদের উপস্থিতিতে সম্মাননা প্রত্যাখ্যান করায় হতবাক সকলেই। যদিও সব্যসাচীবাবু জানিয়েছেন, নৈতিকতার কারণেই সম্মাননা প্রত্যাখ্যান করেছি।

শুক্রবার বীরভূমের রামপুরহাট স্বাস্থ্য জেলার পক্ষ থেকে রক্তদাতা, আয়োজকদের সম্বর্ধনার আয়োজন করা হয়। রামপুরহাট মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সভাকক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক শোভন দে, মহকুমা শাসক সৌরভ পাণ্ডে, রামপুরহাট থানার এসআই সুকোমল ঘোষ- সহ স্বাস্থ্য আধিকারিকরা। সেখানে যারা ২৫ বারের বেশি রক্তদান করেছেন এবং ৫০ বছরের বয়সের ঊর্দ্ধে যারা রক্তদানের সঙ্গে যুক্ত তাদের সম্বর্ধনা দেওয়া হয়। বিভিন্ন আয়োজক গোষ্ঠী, রক্তদাতার তালিকায় ডাক পান চিত্র সাংবাদিক সব্যসাচী ইসলাম। তিনি নিজেই রক্তদান সম্পর্কে কিছু বার্তা এবং সমস্যার কথা তুলে ধরেন মাইকে। বক্তব্যের শেষ বিনয়ের সঙ্গে বলেন, “আর জি করের চিকিৎসক তিলোত্তমা এখনো বিচার পায়নি। ফলে সেই স্বাস্থ্য দফতরের কাছ থেকে আমি সম্মাননা নিতে অপারগ। আমি সম্মাননা প্রত্যাখ্যান করলাম”। সব্যসাচীবাবুর এই সিদ্ধান্ত ঘোষণার পর ক্ষণিকের জন্য অনুষ্ঠানস্থল স্তব্ধ হয়ে যায়। তবে কেউই মুখে কিছু বলার সাহস পাননি।

সব্যসাচীবাবু বলেন, “আর জি কর-এ তিলোত্তমার মৃত্যুর পর আমরা দিনের পর দিন রাত জেগেছি। বিচারের দাবিতে আন্দোলন সংগঠিত করেছি। কিন্তু আজও বিচার অধরা। সেই জন্য নৈতিকতার কারণে স্বাস্থ্য দফতরের দেওয়া সম্মাননা আমি নিতে পারলাম না। অনুষ্ঠানে গিয়ে তিলোত্তমার মুখ বার বার মনে পড়ছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *