চালু হল পেট্রাপোল সীমান্ত বাণিজ্য, ২৪টি পণ্য বোঝাই ট্রাক ঢুকল বাংলাদেশে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ৭ জুন: করোনা-আবহে যাবতীয় সুরক্ষাবিধি মেনে পেট্রাপোল বন্দর দিয়ে পণ্য বাণিজ্যের কাজ চালু করার অনুরোধ জানিয়ে শনিবার বন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক। লকডাউনের পর থেকে প্রায় ৭৫ দিন পণ্য আমদানি-রফতানি কার্যত বন্ধ থাকার পর, ফের রবিবার পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ২৪টি পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে পাঠিয়ে রফতানির কাজ শুরু করলেন বন্দর কর্তৃপক্ষ।

জেলা প্রশাসন সূত্রের খবর, শনিবার ল্যান্ড পোর্ট অথরিটির পেট্রাপোল বন্দরের ম্যানেজারকে লেখা ওই চিঠিতে জেলাশাসক চৈতালী চক্রবর্তী পণ্য রফতানির কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তবে এ ক্ষেত্রে স্বাস্থ্য বিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রাখাটাও জরুরি। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যাবতীয় সুরক্ষা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

সূত্রের খবর,গত বৃহস্পতিবার বিকালে পেট্রাপোলে নো ম্যানস ল্যান্ডে ভারত-বাংলাদেশের প্রতিনিধিরা বৈঠক করেন। ওই বৈঠকে দু’দেশের প্রতিনিধিরা একমত হন, “দ্রুত বাণিজ্য শুরু করতে হবে। প্রশাসনের নির্দেশের অপেক্ষা করা হচ্ছিল।” বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, জেলাশাসকের চিঠি পাওয়া গিয়েছে। কেন্দ্রের নির্দেশ আসার পরই বাণিজ্যের কাজ নিয়ম মেনে শুরু হল। কেন্দ্রের নির্দেশ আসার পরই রবিবার দুপুর থেকে স্বাস্থ্য বিধি মেনে চালু হল পেট্রাপোল সীমান্ত বাণিজ্য। কাজ শুরু হওয়ায় খুশির হাওয়া দু’দেশের ব্যাবসায়ী মহলে।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, “শুল্ক দফতরের নোটিফিকেশন ইস্যু করার পরই পুরোদমে চালু হল রফতানির কাজ, এদিন মোট ২৪টি পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশে ঢুকেছে, সোমবার থেকে পুরোদমে কাজ করা যাবে বলে মনে হচ্ছে, আমদানির কাজও ধাপে ধাপে শুরু হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *