পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ আগস্ট: নবান্ন অভিযানের আগের দিন সোমবার বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে ধর্নায় বসলো বিজেপির ঘাটাল সাংগঠিনিক জেলার সভাপতি তন্ময় দাস ও বিজেপি কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে থানা চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। শুধু ডেবরা থানা নয়, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন থানাতে এই ঘটনা ঘটেছে।
বিজেপির অভিযোগ, বিপ্লব দিণ্ডা নামে এক বিজেপি কর্মীর সঙ্গে পুলিশ দেখা করার নাম করে হঠাৎই তাকে থানায় আটক করে নিয়ে যায়। কোনো কারণ ছাড়াই ওই বিজেপি কর্মীকে পুলিশ আটক করেছে। এরপর ঘটনার খবর পেয়ে ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস ও বিজেপি নেতারারা থানার মধ্যে ধর্নায় বসে পড়ে ও প্রতিবাদ জানায়। বিজেপি কর্মীদের সরাতে গেলে ডেবরা থানার এসআই ও ওসি’র সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে তারা। পরে অবশ্য অতিরিক্ত পুলিশ বাহিনী ও পুলিশ সুপার এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলেও সমস্যার সমাধান হয় না।