আমাদের ভারত, ব্যারাকপুর, ১৬ জানুয়ারি: কাকিনাড়ার কাটাডাঙ্গা নর্থ জনতা আর্য বিদ্যালয়ের সামনে আজ সকাল থেকেই অভিভাবকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিভাবকদের অভিযোগ, ছাত্র-ছাত্রীদের ভর্তির ফি সাতশো থেকে নয়শো টাকা নেওয়া হলেও প্রকৃতপক্ষে দুই শত চল্লিশ টাকার বিল দেওয়া হচ্ছে। ছাত্র-ছাত্রীদের ভর্তির ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের এই তুঘলকি কারণের জন্য স্কুলের গেটের সামনে সকাল থেকেই অভিভাবকরা বিক্ষোভ শুরু করে।
যদিও স্কুলের হেড মাস্টারের বক্তব্য, দুই শত চল্লিশ টাকার বিল দেওয়া হচ্ছে এবং ডোনেশন বাবদ যে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে তারও বিল দেওয়া হচ্ছে অভিভাবকদের। বাড়তি যে টাকা ডোনেশন হিসাবে নেওয়া হচ্ছে তার থেকেই স্কুলে ভর্তি হওয়া পড়ুয়াদের বই এবং জুতোর পাশাপাশি নানারকম পঠন পাঠনের সামগ্রী তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, যদি স্কুলে ভর্তি হওয়ার জন্য প্রদেয় ফি দিতে কারোর অসুবিধা হয়, অভিভাবকরা যোগাযোগ করলে তিনি বিনা পয়সাও ভর্তি করানোর ব্যবস্থা করবেন।