আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ নভেম্বর: সরকারিভাবে বরাদ্দ হওয়া গাছ উপভোক্তাদের মধ্যে বন্টন না করে তা নষ্ট করে ফেলার অভিযোগ উঠল ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের এক সদস্যার বিরুদ্ধে। এই বিষয়টিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
যখন দেশ জুড়ে ঘোষণা করা হচ্ছে “একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান” তখন রীতিমতো উল্টো চিত্র দেখা গেল এখানে। খোদ জনপ্রতিনিধি বরাদ্দ হওয়া গাছ বন্টন না করে তা নষ্ট করে ফেললেন। ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের স্টেট ফার্ম কলোনি নতুন পাড়া সংসদের পঞ্চায়েত সদস্যা অনিন্দিতা রায় বর্ধনের প্রতিনিধি তথা স্বামী জানান, শহর লাগোয়া গ্রাম পঞ্চায়েত হওয়ায় তেজপাতা গাছ লাগাবার জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় সমস্ত গাছ বিতরণ করা সম্ভব হয়নি। তবে কিছু বন্টন হয়েছে। যদিও গাছ গুলো বন্টন না হওয়ায় দেখভালের অভাবে তা নষ্ট হয়ে যায়। কেন সেই গাছ গুলো উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ফেরত দেওয়া হল না তার সদুত্তর তিনি দিতে পারেননি।
যদিও গ্রামবাসীদের একাংশ জানিয়েছেন, তাদের গাছ বন্টন করা হয়নি। গ্রাম প্রধান জ্যোতির্ময় মন্ডল জানান, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।