আমাদের ভারত, হুগলী, ২১নভেম্বর: সদ্যোজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে। হুগলীর পান্ডুয়া ব্লকের নওপাড়া এলাকার বাসিন্দা ন’মাসের অন্তঃসত্ত্বা বাসিরা খাতুন প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন আজ ভোর বেলা। বেলা এগারোটা নাগাদ এক আত্মীয়া এসে লক্ষ করেন পেটে শিশু নড়াচড়া করছে না। তখনই তিনি হাসপাতালের নার্সকে বিষয়টি জানান। বহুক্ষণ পর শিশু ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায় শিশুটি মৃত। এর পরই ক্ষোভে ফেটে পড়েন বাড়ির লোকজন। তাদের অভিযোগ, ডাক্তারের গাফিলতির জেরেই মৃত্যু হয়েছে শিশুটির। সকাল থকে ডাক্তার দেখনি বলেও অভিযোগ করেন তারা।