আমাদের ভারত, ১৩ ডিসেম্বর: ২০২৫-এর সাধারণতন্ত্র দিবস উপলক্ষে অনলাইন প্রশ্নোত্তর প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এই উদ্যোগের লক্ষ্য হ’ল– যুবসম্প্রদায় এবং সাধারণ মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগানো।
বৃহস্পতিবার প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, প্রশ্নোত্তরের তিনটি বিষয় আছে। প্রথমটি হ’ল– ভারতের যুদ্ধের নায়করা, দ্বিতীয়– ভারতীয় সংবিধানের ৭৫ বছর এবং তৃতীয়– ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য ও পরম্পরা। প্রতিযোগিতা শুরু হয়েছে বুধবার রাত ১২টায়। শেষ হবে শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে। সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি সঠিক জবাব যারা দিতে পারবেন, তাঁরাই জয়ী হবেন। প্রতিটি প্রশ্নোত্তরে একবারই অংশগ্রহণ করতে পারবেন কোনও ব্যক্তি।
হিন্দি ও ইংরেজি এই দুই ভাষায় প্রশ্ন থাকছে। প্রতিটি প্রশ্নোত্তরে সময় ৫ মিনিট (৩০০ সেকেন্ড), যার মধ্যে সর্বোচ্চ ২০টি প্রশ্নের জবাব দেওয়া সম্ভব। প্রতিযোগীদের MyGov প্রোফাইলে সঠিক উল্লেখ প্রয়োজন। কারণ, মন্ত্রক পরবর্তী যোগাযোগের জন্য এটি ব্যবহার করবে।
সব ক’টি প্রশ্নোত্তর মিলিয়ে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ীদের জন্য ১০টি নগদ পুরস্কার থাকছে। প্রথম পুরস্কারের নগদ মূল্য ২৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কারের নগদ মূল্য ১৫ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কারের নগদ মূল্য ১০ হাজার টাকা। এছাড়া ৫ হাজার টাকার ৭টি সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে।
শীর্ষ ২৫০ জন প্রতিযোগী (একজন সঙ্গী সহ অভিভাবক/স্বামী বা স্ত্রী/আত্মীয় ইত্যাদি)-কে নতুন দিল্লির কর্তব্য পথে ২০২৫ সালের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হবে। অংশগ্রহণকারীদের দিতে হবে বৈধ ই-মেল আইডি, নাগরিকত্বের প্রমাণ, যে কোনও সরকারি আইডি নম্বর, বাসস্থানের ঠিকানা এবং একটি মোবাইল নম্বর। একটি প্রতিযোগিতার জন্য একটি ই-মেল আইডি একবারের বেশি ব্যবহার করতে পারবেন না অংশগ্রহণকারী।
উল্লেখ্য, ভ্রমণ এবং থাকা-খাওয়ার খরচ বহন করতে হবে প্রতিযোগীকেই। তবে, আমন্ত্রণ পত্র দেখিয়ে দিল্লি মেট্রোতে কুচকাওয়াজ দেখতে বিনামূল্যে যাতায়াত করা যাবে। প্রতিযোগীদের MyGov.in – এর মাধ্যমে শংসাপত্র দেওয়া হবে।