পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার কদমতলায় রয়েছে একটি গুরুত্বপূর্ণ কাঠের সেতু। দুটো ব্লকের সংযোগ স্থল হওয়ায় আশপাশের প্রায় ৩০টি গ্ৰামের মানুষের নিত্যদিনের যাতায়াত ওই সেতু দিয়ে। সেতুটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। কিছুদিন আগে স্থানীয় এক যুবক বাইক নিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। বর্তমানে তিনি কটকে চিকিৎসাধীন। তারপর এলাকাবাসীরা প্রতিবাদে সামিল হন। ঐ সেতুটিকে রাজ্য ডিয়ার লটারির সঙ্গে তুলনা করে বিক্ষোভ দেখানোয় যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়।
রাতে আবার এক ব্যক্তি ঐ সাঁকো দিয়ে পারাপারের সময় বাইক নিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। বর্তমানে ওই ব্যক্তি মেদিনীপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আবারো ক্ষিপ্ত হয়ে পড়েন গ্ৰামবাসীরা। তারা কাঠের সেতুর পাটাতন খুলে ফেলতে শুরু করেন। এমনকি এক সময় ক্ষিপ্ত গ্ৰামবাসীরা সেতুটিতে আগুন ধরিয়ে প্রতিবাদে সামিল হন। অভিযোগ, একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি কোনো সুরাহা। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এই গুরুত্বপূর্ণ কাঠের সেতুটি কংক্রিটের করে দেওয়ার।